সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদেরকে ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাই। মনোরম পরিবেশ দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজ্ড কারিকুলাম সমৃদ্ধ, মান সম্পন্ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষা ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠা ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম শাখা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সচেতন, দায়িত্বশীল সু-নাগরিক ও সর্বোপরি আধুনিক প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে টিকে থাকার জন্য যোগ্যতম করে গড়ে তোলা ।
আমরা শেখাবো, কিভাবে নিজের মেধা ও যোগ্যতর উপর ভর করে পরিবর্তমান পৃথিবীতে মাথা উঁচু করে দড়াতে হয়। আমি ব্যক্তিগত ভাবে মনে করি প্রতিটি শিশু তার নিজের ভেতর একটি শুপ্ত প্রতিভা ধারণ করে বেড়ে উঠে। সঠিক সময়ে ও সঠিক ভাবে যদি প্রতিভার বিকাশ ঘটানো না যায় তবে অভিভাবকদের সকল প্রচেষ্টাই অর্থহীন ও বিপর্যন্ত হবে। অত্যন্ত মেধাবী ও নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দের স্নেহ ও সান্নিধ্যে নিজেকে বিনির্মান করার সুযোগ পাওয়া যায়। মনোরম ও মানবিক পরিবেশে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ শিক্ষা লাভের সুযোগ পেয়ে থাকবে। এ প্রতিষ্ঠানে সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সূত্রে আমি লক্ষ্য করেছি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিচিত্র আয়োজনে ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম শাখা অনন্য প্রতিষ্ঠান হিসেবে সম্মান ও স্বীকৃতি পাবে। শিক্ষক-শিক্ষার্থীর যৌথ প্রয়াসেই প্রকৃত শিক্ষার দ্বার উন্মোচিত হতে পারে যা উজ্জ্বল ও উন্নত ভবিষ্যতের জন্য অপরিহার্য। শিক্ষক ও শিক্ষার্থীর গঠনমূলক পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে এই প্রতিষ্ঠান কাঙ্খিত লক্ষে পৌঁছে যাবে। পরিশেষে সবার সুস্থ-সুন্দর ও আলোকিত জীবন প্রত্যাশায়।
মোহাম্মদ শাখাওয়াত হোসেন
প্রিন্সিপাল (চট্টগ্রাম শাখা)
ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ